আপগ্রেড প্রক্রিয়ায় বিদ্যমান ext2 ফাইল সিস্টেমকে ext3 ফাইল সিস্টেমে রূপান্তর করা সম্ভব। এই প্রক্রিয়ায়, সঞ্চিত সকল তথ্য সংরক্ষণ করা হয়।
ফাইল সিস্টেমকে ext3 এ বদলে ফেলার সুবিধা হল, এর ফলে আপনি জার্নালিং ফাইল সিস্টেম ব্যবহারের সুযোগ পাবেন। কম্পিউটার অপ্রত্যাশিতভাবে রিবুট হলেও ext3 ফাইল সিস্টেমের ওপর fsck চালানোর প্রয়োজন হয় না। এর ফলে সিস্টেম সম্পূর্ণভাবে সচল হতে লক্ষ্যণীয়ভাবে কম সময় প্রয়োজন হয়।
তাই আপনাকে ফাইল সিস্টেম রূপান্তর করার পরামর্শ দেয়া হচ্ছে।
এজন্য, যে সব পার্টিশনের ফাইল সিস্টেমকে ext3-এ রূপান্তর করতে চান, সেগুলো বেছে নিন।
কাজ শেষ হয়ে গেলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য পরবর্তী নামক বাটন চাপুন।